চ্যালেঞ্জ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে : মাহবুব
বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, খালেদা জিয়া বলেছেন নিবার্চনে যেতে হবে। জনগণের ভোটের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে হবে। দেশে গণতান্ত্রিক কোনো পরিবেশও নেই, তবুও চ্যালেঞ্জ হিসেবে বিএনপি নির্বাচনে অংশ নিয়েছে।
শুক্রবার সন্ধ্যায় খোকন তার নিবার্চনী এলাকা নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বজরা ইউনিয়নে এক পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি চাটখিল উপজেলায় আরও কয়েকটি পথসভা করেন।
তিনি বলেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। সেই গণজোয়ার ঠেকানো কারও সাধ্য থাকবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখনে, বিএনপির সভাপতি আনোয়ারুল হক কামাল, কাউন্সিলর জসিম উদ্দিনসহ উপজেলা বিএনপির যুবদল ছাত্রদলে নেতাকর্মীরা।
মিজানুর রহমান/এমএএস/পিআর