গণসংযোগে হঠাৎ অসুস্থ আব্দুস সোবহান গোলাপ
মাদারীপুর-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. আব্দুস সোবহান গোলাপ গণসংযোগকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লেও বর্তমানে তিনি সুস্থ আছেন। তার চিকিৎসা চলছে।
জানা গেছে, রোববার সকালে নির্বাচনী এলাকা কেন্দুয়া ইউনিয়নে গণসংযোগ শেষে মস্তফাপুর এলাকায় পৌঁছালে হঠাৎ অসুস্থবোধ করেন আব্দুস সোবহান গোলাপ। এ সময় তাকে দ্রুত মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এফএ/এমএস