হাসপাতালে রোগী দেখে টাকা চাইলেন তিনি


প্রকাশিত: ০১:০৯ পিএম, ১৯ আগস্ট ২০১৫
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর সদর হাসপাতালে চাহিদা মতো ব্যবস্থাপত্রের ফি না দেওয়ায় এক শিশু রোগীর অভিভাবককে অকথ্য ভাষায় গালমন্দ করার অভিযোগ উঠেছে এক ডাক্তারের বিরুদ্ধে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সদর হাসপাতালের চক্ষু বিভাগে এ ঘটনা ঘটে।

মিরাজ (৭) নামের ওই শিশুর বাবা সবুজ হোসেন লক্ষ্মীপুর পৌরসভার আবিরনগর এলাকার বাসিন্দা ও পেশায় তিনি একজন পান দোকানদার।

সবুজ হোসেন জাগো নিউজকে জানান, কয়েকদিন থেকে তার ছেলে মিরাজের চোখে সমস্যা দেখা দেয়। তাই তিনি ছেলেকে নিয়ে সদর হাসপাতালের চক্ষু বিভাগে নিয়ে আসেন। এক পর্যায়ে বহির্বিভাগের পাঁচ টাকা দিয়ে টিকিট নিয়ে চক্ষু ডাক্তার মো. মনির হোসেনকে দেখালে তিনি চিকিৎসা ফি বাবদ ৫শ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করলে ডা. মনির হোসেন তাকে অকথ্য ভাষায় গালমন্দ করে কক্ষ থেকে বের করে দেন।

এ বিষয়ে জানতে চাইলে চক্ষু বিভাগের ডা. মনির হোসেন জাগো নিউজকে বলেন, রোগি দেরিতে আসায় ওই শিশুর বাবাকে আমার প্রাইভেট চেম্বারে নিতে বলা হয়। প্রাইভেট চেম্বারে আমার ফি ৫শ টাকা সেটা বলা হয়েছে। আমি গালমন্দ ও বের করে দেইনি।

এ ব্যাপারে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আনোয়ার হোসেন জাগো নিউজকে জানান, বিষয়টি দু:খজনক। তিনি শিশুটিকে যথাযথ চিকিৎসা দেওয়ার দায়িত্ব নিয়েছেন।

লক্ষ্মীপুরের জেলা সিভিল সার্জন ডা. মো. গোলাম ফারুক ভূঁইয়া জাগো নিউজকে জানান, বিষয়টি তিনি শুনেছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।   

কাজল কায়েস/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।