হেলমেট পরে বিএনপি নেতাকর্মীকে মারধর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৩ ডিসেম্বর ২০১৮

নাটোরে দলীয় প্রার্থীর প্রচারণা চালানোর সময় হেলমেট পরে বিএনপি নেতাকর্মীকে মারধর করা হয়েছে বলে আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

একই সঙ্গে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল ছিনিয়ে নেয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

সোমবার দুপুরে শহরের আলাইপুর এলাকায় দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল ইসলাম বাচ্চু, উপজেলা বিএনপির সভাপতি রহিম নেওয়াজ ও পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিন টগরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির সাধারণ সম্পাদক আমিনুল হক অভিযোগ করেন, নির্বাচন উপলক্ষে সোমবার দলের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণায় মাঠে নামেন।

দুপুরে জেলা যুবদলের তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রওশন আলী দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের কাঁঠালবাড়িয়া এলাকায় যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী শফিকুল ইসলাম শিমুলের হেলমেট পরিহিত বাহিনী বিএনপি নেতাকর্মীর ওপর হামলা চালায়। সেই সঙ্গে রওশন আলীকে মারধর করে মোবাইল, মানিব্যাগ ও মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মীকে মারপিট এবং কয়েকটি মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যায় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিএনপি নেতা আমিনুল হক আরও বলেন, সরকারি দল প্রচারণায় নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে চলছে। এর সুষ্ঠু প্রতিকার চায় বিএনপি। যদি প্রতিকার না হয়; এ অবস্থা চলতে থাকে তাহলে নির্বাচনে অংশগ্রহণ অসম্ভব হয়ে পড়বে।

তবে এসব অভিযোগ অস্বীকার করে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তজা আলী বাবলু বলেন, ভোটযুদ্ধে পরাজিত হওয়ার আশঙ্কায় বিএনপি কল্পিত মিথ্যাচার করে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে। এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

রেজাউল করিম রেজা/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।