সম্পদ নেই বিএনপি প্রার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৫:৫৪ পিএম, ০৪ ডিসেম্বর ২০১৮

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি শেখ সুজাতের কোনো কৃষি জমি নেই। তবে কৃষি খাত থেকে তার বছরে আয় হয় ৩৫ হাজার টাকা। তার স্বর্ণ আছে মাত্র ৪ হাজার টাকার। আসবাবপত্র আছে ৬ হাজার ৫০০ টাকার। তার স্ত্রী-সন্তানের নামে কোনো সম্পদ নেই।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে দেয়া হলফনামায় এসব তথ্য উল্লেখ করেছেন সাবেক এমপি শেখ সুজাত।

হলফনামায় পেশা হিসেবে সুজাত উল্লেখ করেছেন, যুক্তরাজ্যে শেখ ব্রাদার্স এন্টার প্রাইজ নামে ক্যাটারিং ও রিয়েল এস্টেট ব্যবসা রয়েছে তার। এটির ব্যবস্থাপনা পরিচালক তিনি। ব্যবসা থেকে তার বছরে আয় হয় ২ লাখ টাকা। বাড়ি, এপার্টমেন্ট, দোকান ভাড়া বাবদ বছরে পান ১ লাখ ৭ হাজার টাকা। অন্যান্য খাতে আয় ১ লাখ ২৩ হাজার টাকা। নগদ টাকা আছে ১৭ লাখ ৪৭ হাজার। ব্যাংকে জমা ৪৪ হাজার ৯৬২ টাকা। ৬৬ লাখ ৪৮ হাজার ২৯ টাকা দামের গাড়ি আছে তার। স্থাবর সম্পত্তির মধ্যে ৫ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা দামের বাড়ি আছে সুজাতের। নিজের নামে অকৃষি জমি আছে। যার অর্জনকালীন মূল্য ১২ লাখ ৪৯ হাজার ৫০০ টাকা। তার নামে নবীগঞ্জ থানায় একটি মামলা ছিল। যা থেকে তিনি অব্যাহতি পেয়েছেন। শিক্ষাগত যোগ্যতার কলামে তিনি উল্লেখ করেছেন যুক্তরাজ্যে জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন পাস।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এএম /এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।