সাইফুরপুত্র নাসেরের ঋণ রয়েছে ৯৪ কোটি ৮৯ লাখ টাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১১:৪০ এএম, ০৫ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজার-৩ আসনে সাবেক অর্থমন্ত্রী সাইফুর রহমানের ছেলে, ঐক্যফ্রন্টের প্রার্থী ও মৌলভীবাজার জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানের ৯৪ কোটি ৮৯ টাকা ঋণ রয়েছে বলে হলফনামা সূত্রে জানা গেছে।

এরমধ্যে ৮৭ কোটি ৭৯ লাখ টাকার ঋণখেলাপি থাকা অবস্থায় হাইকোর্টের আদেশে স্থগিত হয়েছে। এছাড়া এবি ব্যাংকে ২ কোটি টাকার ঋণখেলাপি ছিলেন নাসের। তবে নভেম্বরের ২২ তারিখে ঋণ পুনঃতফসিল করেছেন বলে হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামা থেকে জানা যায়, তিনি ব্র্যাক ব্যাংক থেকে একক ভাবে ৩২.৪৬ লাখ, স্ত্রীর সঙ্গে যৌথভাবে ৬৩.৫৩ লাখ এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আইএফআইসি ব্যাংক থেকে ৮৭.৭৯ কোটি এবং এবি ব্যাংক থেকে ৬ কোটি ১৫ লাখ ১৮ হাজার টাকা ঋণ নিয়েছেন।

পেশা হিসেবে তিনি ব্যবসা উল্লেখ করেছেন। তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৮২ লাখ টাকা। যার মধ্যে কৃষি খাত থেকে ১৮ লাখ, ভাড়া বাবদ ৪০ লাখ টাকা ও কোম্পানির পরিচালক হিসেবে সম্মানী ২৪ লাখ টাকা আয় করেন।

এম নাসের রহমানের অস্থাবর সম্পদের পরিমাণ ১১ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৪৫৭ টাকা এবং স্ত্রী রেজিনা নাসেরের নামে অস্থাবর সম্পদ ৫ কোটি ৩২ লাখ ৮১ হাজার ৪২১ টাকা দেখানো হয়েছে। স্থাবর সম্পত্তি হিসেবে প্রায় ২ কোটি টাকার সম্পদ আছে স্বামী-স্ত্রীর নামে।

রিপন দে/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।