জেলের জালে দুইশ বছরের বিরল কচ্ছপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:৩৮ পিএম, ০৫ ডিসেম্বর ২০১৮

ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ৪৭ কেজি ওজনের বিরল প্রজাতির এক কচ্ছপ। কচ্ছপটির বয়স প্রায় দুইশ বছর বলে ধারণা করছেন জেলার প্রাণিবিশেষজ্ঞ এ জি জে মোরশেদ।

বুধবার বিকেলে সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতলি এলাকায় মেঘনা নদীতে স্থানীয় জেলে আবু সাইদের জালে কচ্ছপটি ধরা পড়ে।

এদিকে বিরল প্রজাতির কচ্ছপ ধরা পড়ার খবর চারদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ কচ্ছপটিকে দেখতে ভিড় জমায়।

বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিয়া বলেন, তুলাতুলি এলাকার মেঘনা নদীতে আবু সাঈদ নামে এক জেলের জালে বিরল প্রজাতির কচ্ছপটি ধরা পড়ে। তিনি কচ্ছপটিকে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে আমরা এটি উদ্ধার করি।

তিনি আরও বলেন, এটি ভোলার দক্ষিণে সাগরের মোহনায় অবমুক্ত করা হবে।

প্রাণিবিশেষজ্ঞ এ জি জে মোরশেদ বলেন, এ বিরল প্রজাতির কচ্ছপগুলো সাগরে থাকে। কচ্ছপটি দিক হারিয়ে নদীতে চলে এলে জেলেদের জালে ধরা পড়ে।

জুয়েল সাহা বিকাশ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।