যুবদল নেতার রগ কাটার অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ০৪:৩৮ পিএম, ০১ ডিসেম্বর ২০১৮

ভোলার লালমোহন উপজেলার কালমা ইউনিয়নের যুবদল নেতা মো. শাহিনের (২৮) ডান হতের তিনটি রগ কেটে দিয়েছে বলে স্থানীয় শ্রমিকলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহিন লালমোহন উপজেলার কামলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড যুবদলের সদস্য।

শাহিন বলেন, রাজনীতির পাশাপাশি দীর্ঘদিন ধরে আমি চাকরি করছি। শুক্রবার রাতে চাকরির কাজে লালমোহনে যাই। উত্তর বাজার মসজিদের পাশে গেলে উপজেলা শ্রমিকলীগের নেতা রুবেল, জসিম ও রিয়াজসহ ৭-৮ জন কর্মী আমাকে ডেকে নিয়ে মারধর করে। এরপর আমার হাতের তিনটি রগ কেটে দেয় তারা। আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

লালমোহন উপজেলার শ্রমিকলীগের সভাপতি জাকির পঞ্চায়েত বলেন, শ্রমিকলীগের কোনো নেতাকর্মী শাহিনকে চেনে না। লালমোহন উপজেলা শ্রমিকলীগের অনেক সুনাম রয়েছে। বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশে শ্রমিকলীগের বদনাম করার জন্য এসব করেছে শাহিন।

এ বিষয়ে লালমোহন থানা পুলিশের ওসি মীর খায়রুল কবির বলেন, এ নিয়ে কেউ এখনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।