বাবার স্বপ্ন পূরণে হেলিকপ্টারে চড়ে বিয়ে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১১:১৩ এএম, ০৬ ডিসেম্বর ২০১৮

হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গেলেন বর উজ্জ্বল মিয়া। মাদারীপুরের শিবচরে বুধবার বিকেলে ব্যতিক্রমী এই বিয়ে দেখতে এলাকায় হাজার মানুষের ঢল নামে।

স্থানীয় সূত্রে জানা যায়, শরিয়তপুর জেলার নড়িয়া থানার হাজী মো. মজিবর রহমান মোল্লার ছেলে আইনজীবী উজ্জ্বল মিয়া বুধবার বিকেলে মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের দেলোয়ার হোসেন চকদারের মেয়ে সুমাইয়া আক্তারকে বিয়ে করতে হেলিকপ্টার নিয়ে বরযাত্রী আসেন। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে উজ্জ্বল মিয়া নববধূকে হেলিকপ্টারে করে নিয়ে যান।

Madaripur--(2)

বর উজ্জ্বল মিয়া বলেন, আমার বাবার দীর্ঘদিনের স্বপ্ন ছিল আমাকে হেলিকপ্টারে চড়ে বিয়ে করাবেন। বাবার স্বপ্ন পূরণ করতেই আমার হেলিকপ্টারে বিয়ে করার আয়োজন।

নাসিরুল হক/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।