আ.লীগ অফিসের সামনে থেকে অস্ত্রসহ যুবক গ্রেফতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:১৩ পিএম, ০৬ ডিসেম্বর ২০১৮

যশোরের শার্শায় একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ শাহ আলম (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে শার্শার কন্যাদাহ আওয়ামী লীগ অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শাহ আলম উপজেলার কন্যাদাহ গাইনপাড়া গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে।

শার্শা থানা পুলিশের ওসি এম মশিউর রহমান বলেন, গোপন সংবাদে জানা যায় শার্শা উপজেলার উলাশি ইউনিয়নের কন্যাদাহ বাজারে আওয়ামী লীগ অফিসের সামনে শাহ আলম নামে এক যুবক অস্ত্র নিয়ে নাশকতার পরিকল্পনা করছে।

এ সময় এসআই আনোয়ারুলের নেতৃত্বে সেখানে অভিযান চালিয়ে শাহ আলমকে গ্রেফতার করা হয়। পরে তাকে তল্লাশি করে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। শার্শা থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হয়েছে।

মো. জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।