ঊষাতন তালুকদারের এবারের মার্কা সিংহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৮

২৯৯নং রাঙ্গামাটি আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকেরে সম্মেলন কক্ষে প্রতিদ্বন্দ্বীদের উপস্থিতিতে এই প্রতীক বরাদ্দ দেয়া হয়।

এবার আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে থাকবেন দীপংকর তালুকদার, বিএনপির ধানের শীষ নিয়ে মনি স্বপন দেওয়ান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার সিংহ মার্কা নিয়ে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির জুঁই চাকমা কোদাল মার্কা নিয়ে, ইসলামী আন্দোলনের জসিম উদ্দিন হাতপাখা নিয়ে ও জাতীয় পার্টির পারভেজ তালুকদার লাঙ্গল মার্কা নিয়ে নির্বাচন করবেন।

স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ঊষাতন তালুকদার সিংহ মার্কা নিয়ে নির্বাচন করলেও তিনি মূলত সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস সমর্থিত প্রার্থী এবং দলটির কেন্দ্রীর কমিটির সহ-সভাপতি। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনে হাতি প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন তিনি।

সাইফুল উদ্দীন/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।