বিএনপি ক্ষমতায় আসলে সন্ত্রাসের জনপদ হবে : কাদের
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি আবারও ক্ষমতায় আসলে সন্ত্রাসের জনপদ হবে। শান্তির এলাকায় অশান্তি বিরাজ করবে।
প্রতীক বরাদ্দের পাওয়ার পর সোমবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের মুজিব কলেজ মাঠে বিশাল এক পথসভায় তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ ক্ষমতায় থাকাকালীন এমন কোনো কাজ করেনি যা নিয়ে তিনি ভোটারদের সামনে গিয়ে আবারও ভোট চাইবেন। আমার আমলে গ্রামের মানুষ শতভাগ বিদ্যুৎ পেয়েছে। এলাকার অনেক অবকাঠামোর উন্নয়ন হয়েছে। বিএনপির আমলে আমার এলাকার নেতাকর্মীরা বাড়িতে ঘুমাতে পারেনি। মা-বাবাসহ আত্মীয়-স্বজনের জানাজায় অংশ নিতে পারেনি। নিলেও জানাজা থেকে আসার পর তাদের গ্রেফতার করা হয়েছে। ভোট কেন্দ্রে আমার স্ত্রীকে ভোটও দিতে দেয়নি বিএনপির সন্ত্রাসীরা। এমনকি আমার সদ্য প্রয়াত মা রিকশাযোগে ভোট কেন্দ্রে যাওয়ার সময় তাকে ভোট কেন্দ্র থেকে নামিয়ে দেয়া হয়েছিল।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলে এলাকার নারীসহ বিভিন্ন মানুষ ভাতা পাচ্ছে। তথ্য-প্রযুক্তি হাতের মুঠোয়। বঙ্গবন্ধু স্যাটেলাইট এখন বাংলাদেশের। এর সুবিধা নিতে শুরু করেছে সবাই।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমি আবারও যদি নির্বাচিত হই তাহলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব।
এর আগে দুপুরে ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে নৌকা প্রতীক পাওয়ার পর তার র্নির্বাচনী এলাকার হাজার হাজার মানুষ মিছিল বের করে।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম