ফরিদগঞ্জে ৪ পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চান বিএনপি প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৯:৩৬ পিএম, ১১ ডিসেম্বর ২০১৮

চাঁদপুর-৪ আসনে দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগে ফরিদগঞ্জ থানা পুলিশের ওসিসহ চার পুলিশ কর্মকর্তার প্রত্যাহার চেয়েছেন বিএনপি প্রার্থী এমএ হান্নান।

সোমবার বিকেলে চাঁদপুর শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন ডেকে সিইসির কাছে অভিযোগ জানিয়ে চার পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহারের দাবি জানান বিএনপি প্রার্থী হান্নান।

এমএ হান্নান বলেন, ফরিদগঞ্জ থানা পুলিশের ওসি মো. হারুন অর রশিদ চৌধুরী, এসআই নাছির, এসআই ফারুক ও এসআই মঞ্জুকে এখান থেকে দ্রুত প্রত্যাহারের দাবি জানাই।

তিনি বলেন, নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে গিয়ে পুলিশের বাধার সম্মুখীন হচ্ছি আমরা। বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানি করা হচ্ছে। গায়েবি মামলা দিয়ে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে গ্রেফতার করছে পুলিশ। বাড়ি-ঘরে তল্লাশি চালিয়ে নারীদেরও হয়রানি করা হচ্ছে।

এমএ হান্নান বলেন, এখন পর্যন্ত ২১ জন বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। ফরিদগঞ্জে বিএনপির প্রতিপক্ষ আওয়ামী লীগ নয়, বিএনপির প্রতিপক্ষ এখন পুলিশ। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। পুলিশ পরিকল্পিতভাবে গল্প কাহিনি সাজিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করছে। এ বিষয়ে আমরা চাঁদপুর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. মাজেদুর রহমানকে লিখিতভাবে জানিয়েছি। আজকে পুলিশ সুপারকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। আমি সাংবাদিকদের মাধ্যমে ইসির কাছে আবেদন জানাচ্ছি ওসি ও এসব এসআইয়ের প্রত্যাহারের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন- ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফ মো. ইউনুছ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান দুলাল, যুগ্ম সম্পাদক জাকির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম চৌধুরী ও বিএনপি নেতা আবু জাফর খসরু মোল্লা প্রমুখ।

ইকরাম চৌধুরী/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।