রোজা রেখে ভোট দেবেন ভোলা-৩ আসনের আ.লীগ নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ভোলা
প্রকাশিত: ১০:২২ এএম, ১২ ডিসেম্বর ২০১৮

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের আওয়ামী লীগ প্রার্থী এমপি নুরুন্নবী চৌধুরী শাওন। মঙ্গলবার রাতে লালমোহন উপজেলা হাসপাতালের পাশে সজিব ওয়াজেদ জয় ডিজিটাল পার্কে এ প্রচারণার উদ্বোধন করেন এমপি শাওন।

এ সময় শাওন বলেন, আগামী ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন আমরা লালমোহন ও তজুমদ্দিনের আওয়ামী লীগের সকল নেতাকর্মী রোজা রেখে ভোট দিব। আর নির্বাচনের ফলাফল পেয়ে একসঙ্গে সবাই মিষ্টি খাব। পরে আগামী পাঁচ বছরের এলাকার উন্নয়নের বিষয়ে পরিকল্পনা করব।

bhola2

এ সময় লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম অরুন, উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশারেফ হোসেন সোহেলসহ মহিলা লীগের নেতারা উপস্থিত ছিলেন। নির্বাচনী প্রচারণা উদ্বোধন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

bhola3

উল্লেখ্য, ভোলা-৩ (লালমোহন ও তজুমোদ্দিন) নির্বাচনী এলাকা ১টি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন নিয়ে গঠিত। এখানে মোট ভোটার ২ লাখ ৯৩ হাজার ৫২০। এ আসনে এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও ইসলামী শাসনন্ত্রসহ মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।