ক্রীড়া প্রতিমন্ত্রীর নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণের অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরণ ও আসবাবপত্র ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শালিখা উপজেলার সীমাখালি বাজার এলাকার নির্বাচনী অফিসে এ হামলা চালানো হয়। এ সময় অফিসের আসবাবপত্র ভাঙচুর করা হয়।

নৌকা প্রতীকের সমর্থকরা জানান, সন্ধ্যার পরে এক দল সন্ত্রাসী দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে সঙ্গে সঙ্গে অফিসে থাকা নেতাকর্মীরা সরে পড়েন। এ সুযোগে সন্ত্রাসীরা অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে চলে যায়।

শালিখা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি বিস্ফোরিত ও দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে। কারা এ ঘটনা ঘটিয়েছ তা তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরাফাত হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।