গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২০ ডিসেম্বর ২০১৮
প্রতিকী ছবি

টাঙ্গাইলের গোপালপুর পৌরসভা বিএনপির আহ্বায়ক খালিদ হাসান উত্থানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আভঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি গোপালপুর উপজেলার পৌরসভার আভঙ্গী এলাকার মৃত ওসমান আলীর ছেলে।

এ বিষয়ে গোপালপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদিকুর রহমান বলেন, গ্রেফতারকৃত বিএনপি নেতা খালিদ হাসানের বিরুদ্ধে গোপালপুর থানায় ছাত্রলীগ নেতা ইমরান হত্যা, পুলিশের ওপর হামলাসহ চারটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আভঙ্গী মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

আরিফ উর রহমান টগর/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।