পাঁচবিবি সীমান্তে ভারতীয় নাগরিকের মরদেহ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার নন্দাইল সীমান্ত এলাকা থেকে ৫৫ বছর বয়সী অজ্ঞাত এক ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে সীমান্তের ২৭৮/৩৫ সাবপিলার এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান বলেন, কৃষি কাজ করতে গিয়ে স্থানীয়রা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকাতে দেখে বিজিবি ও পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

রোববার রাতে ভারতের অভ্যন্তরে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে দুর্বৃত্তরা পিটিয়ে হত্যা করে বাংলাদেশ অভ্যন্তরে এনে মরদেহ ফেলে যায়। এ ঘটনায় বিজিবি ও বিএসএফ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করতে পারেনি বিএসএফ।
রাশেদুজ্জামান/এএম/এমকেএইচ