নির্বাচনে মোটরসাইকেল ব্যবহারের দাবি সাংবাদিকদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৮

কুড়িগ্রাম জেলার ৪টি আসনে বিচ্ছিন্ন চরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার ভোটের সংবাদ সংগ্রহ করতে মোটরসাইকেল ব্যবহারের অনুমতির দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে কুড়িগ্রাম-চিলমারী সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও ভিডিও জার্নালিস্টরা এতে অংশ নেন। এ সময় মফস্বল সাংবাদিকদের মোটরসাইকেল চালানোর অনুমতি প্রদানের জন্য নির্বাচন কমিশনের প্রতি জোরালো অনুরোধ জানান তারা।

Kurigram-reporter-human-1

মানববন্ধনে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বিপ্লব, সাংবাদিক সফি খান, আব্দুল খালেক ফারুক, খন্দকার একরামুল হক সম্রাট, হাসিবুর রহমান হাসিব ও রাজু মোস্তাফিজ, হুমায়ূন কবির সূর্য্য ও নাজমুল হোসেন প্রমুখ।

নাজমুল/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।