শার্শায় ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় এসআই ক্লোজড

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:২৭ এএম, ২৬ ডিসেম্বর ২০১৮

যশোরের মশিউর রহমান বাবলু (৫৫) নামে এক ব্যবসায়ীকে নির্যাতনের ঘটনায় শার্শা থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে ক্লোজড করা হয়েছে।

আহত ওই ব্যবসায়ীকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে যশোর-বেনাপোল মহাসড়কের শ্যামলাগাছি মামা ভাগ্নে রাইস মিল এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে।

যশোরের নাভারণ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসের জানান, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় উপ-পরিদর্শক (এসআই) শাহাবুল আলমকে পুলিশলাইনে ক্লোজড করা হয়েছে।

হাসপাতালে ভর্তি আহত ব্যবসায়ী মশিউর রহমান জানান, মঙ্গলবার বেলা আনুমানিক একটার দিকে সহকর্মী দুলালকে নিয়ে ব্যবসায়ীক কাজ শেষে মোটরসাইকেল যোগে শার্শা থেকে যশোরে ফিরছিলেন। পথিমধ্যে যশোর-বেনাপোল সড়কের শ্যামলাগাছিতে পৌঁছলে উপপরিদর্শক (এসআই) শাহাবুলের নেতৃত্বে একদল পুলিশ তাদের পথরোধ করেন। এরপর তাদের শরীর তল্লাশি করে কোনো কিছু না পেয়ে এসআই শাহাবুল ক্ষিপ্ত হয়ে মশিউরের পকেটে থাকা ব্যবসায়ীক কাজের ২০ হাজার টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।

কিন্তু এতে বাধ সাধলে মশিউরকে বেধড়ক মারপিট করা হয়। এতে মশিউর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে সেখান থেকে তার সহকর্মী দুলাল দ্রুত এনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নির্যাতনের বিষয়টি আহতের ছেলে সাংবাদিক আল মামুন শাওন ও তার সহকর্মীরা যশোরের পুলিশ সুপার মইনুল হককে জানান। এরপর ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার জামাল আল নাসেরকে হাসপাতালে পাঠান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন মশিউর রহমানের সঙ্গে কথা বলেন। এরপর এসআই শাহাবুরকে ক্লোজ করা হয়েছে।

উল্লেখ্য শার্শার শ্যামলাগাছি এলাকায় প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শার্শা থানার একদল পুলিশ তল্লাশির নামে বিভিন্ন যানবাহন থামিয়ে যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করে থাকে। সবচেয়ে বেশি হয়রানি করা হয় ভারত ফেরত পাসপোর্টযাত্রীদের। মোটরসাইকেলের কাগজপত্র তল্লাশির নামে মোটরসাইকেল থানায় নিয়ে আটকে রেখে হাজার হাজার টাকা জোরপূর্বক আদায় করার একাধিক অভিযোগ থাকলেও থানা কর্তা বিষয়টি জেনেও নীবর ভূমিকা পালন করে থাকেন।

জামাল হোসেন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।