ভোটারদের মোবাইলে এসএমএস পাঠালেন আ.লীগ প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৯:৩০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৮

জাতীয় সংসদের ৩০০নং বান্দরবান আসনের ভোটারদের মোবাইলে এসএমএস পাঠিয়ে ভোট প্রার্থনা করেছেন আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং।

তার এই ব্যতিক্রমী ভোট প্রার্থনার বিষয়টি তাক লাগিয়ে দিয়েছে ভোটারদের। বুধবার সকাল থেকে ভোটারদের মোবাইলে এসএমএস পাঠিয়ে নৌকা প্রতীকে ভোট চান বাহাদুর উশৈসিং।

নৌকা প্রতীকে ভোট চেয়ে বীর বাহাদুর এমপি এসএমএস পাঠিয়েছেন বলে জানান স্থানীয় ভোটাররা। এমপির পক্ষ থেকে ভোটারদের মোবাইলে পাঠানো এসএমএসে লেখা রয়েছে, ‘বান্দরবান জেলার উন্নয়নের জন্য বীর বাহাদুরকে নৌকা মার্কায় ভোট দিন’।

এ বিষয়ে আওয়ামী লীগের উপ-প্রচার কমিটির সদস্য এস বাসু দাশ বলেন, বান্দরবান আসনের নির্বাচনী প্রচারে তথ্য ও প্রযুক্তিকে সর্বোচ্চ ব্যবহারের অংশ হিসেবে ভোটারদের আকৃষ্ট করতে এই এসএমএস পাঠানো হয়েছে।

বিভিন্ন মোবাইল অপারেটরের মাধ্যমে জেলার আড়াই লাখ মোবাইল ব্যবহারকারীকে এই বার্তা পাঠানো হয়েছে। শুধুমাত্র বান্দরবান জেলার ভোটররা মোবাইলে এই বার্তা পাচ্ছেন।

সৈকত দাশ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।