যশোরে বিএনপি প্রার্থী লাঞ্ছিত, গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ১২:৩৭ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

যশোর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিতকে লাঞ্ছিত ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার বেলা ১১টার দিকে শহরের এক নম্বর ওয়ার্ডের পূর্ব বারান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঘটনার পর তিনি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে কন্ট্রোল রুমে অভিযোগ করেছেন।

বিএনপি প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত জানান, তিনি পূর্ব বারান্দিপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখেন সেখানে আওয়ামী লীগের প্রার্থীর ছবি ও নৌকা প্রতীক নিয়েই প্রার্থীর লোকজন কেন্দ্রের মধ্যে ঘোরাফেরা করছে। পাশাপাশি নির্বাচন কর্মকর্তারাও আইন মানছেন না। তিনি এর প্রতিবাদ করলে নৌকার সমর্থকরা তার ওপর চড়াও হয়। তারা তাকে লাঞ্ছিত করার পাশাপাশি তার গাড়ি ভাঙচুর করে। পরে তিনি ওই কেন্দ্র থেকে বেরিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যান। সেখানে কন্ট্রোল রুমে গিয়ে অভিযোগ করেন।

অমিত আরও অভিযোগ করেন, তিনি সকাল থেকে ১০/১২টি কেন্দ্রে ঘুরেছেন। সব কেন্দ্র থেকেই তার পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে। কেন্দ্রগুলোতে বোমাবাজি করা হয়েছে। ক্ষমতাসীনরা কেন্দ্রগুলো দখল করে নিয়ে ভোট কাটছে।

এদিকে বেলা ১১টার দিকে সেবাসংঘ বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন যশোর-৩ আসনের নৌকার প্রার্থী কাজী নাবিল আহমেদ। ভোট প্রদানের পর তিনি জানান, যশোরে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

বিএনপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে কাজী নাবিল আহমেদ বলেন, হামলা-মামলা ও ভোট কাটার ইতিহাস তাদের ইতিহাস।

মিলন রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।