ভোট উৎসবে বিএনপির উপস্থিতি কম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৪:৩৪ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

যশোর-১ (শার্শা) আসনে রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। ১০২টি কেন্দ্রের অধিকাংশ কেন্দ্রে বিভিন্ন বয়সের নারী-পুরুষের লম্বা লাইন দেখা গেছে। সকাল ৮টার আগেই কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

তবে বিএনপিসহ অন্যকোন দলের নেতা-কর্মীদের উপস্থিতি কম ছিল। অনেক কেন্দ্রে বিএনপির এজেন্টদের খুঁজে পাওয়া যায়নি। তবে প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। এ পর্যন্ত কোন কেন্দ্রে বা কোন স্থানে কোন প্রকার সংঘর্ষের কোন খবর পাওয়া যায়নি।

বিএনপির ভোটারদের অভিযোগ মুখ দেখে ভোট কেন্দ্রে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে ভোটারদের। ফলে ভোটারদের মধ্যে উৎসবের পরিবর্তে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা।

নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার সংখ্যা দুই লাখ ৬৩ হাজার ৬শ’। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৫শ’ ৪০ ও মহিলা ভোটার ১ লাখ ৩২ হাজার ৬০ জন। পুরুষের তুলনায় মহিলা ভোটার ৫শ’ ২০ জন বেশি। এ আসনে প্রাথমিকভাবে নির্বাচিত মোট ভোট কেন্দ্র ১০২টি এবং ভোট কক্ষের সংখ্যা ৫২৮টি।

এ ছাড়া এ আসনে ১০২ জন প্রিজাইডিং অফিসার, ৫২৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার হিসেবে ১ হাজার ৫৬ জন দায়িত্ব পালন করছেন।

Benapole

আওয়ামী লীগের প্রার্থী শেখ আফিল উদ্দিন জানান, শার্শায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি। সকাল সকাল সবাই দলবদ্ধভাবে ভোট দিতে কেন্দ্রে চলে আসেন। নৌকার জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি অভিযোগ করে বলেন, ‘ভোর থেকে সবকটি কেন্দ্র দখল করে নিয়েছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা। কোনো কেন্দ্রেই তার পোলিং এজেন্টদের প্রবেশ করতে দেয়া হয়নি। হুমকি ধামকি দিয়ে তাদের বিদায় করে দিয়েছে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগের সমর্থকরা একবার ভোট দিয়ে আবার লাইনে দাঁড়িয়ে আছে আরও একবার ভোট দিতে। প্রহসনের নির্বাচন হচ্ছে শার্শায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসব প্রত্যক্ষ করলেও তারা নীরব ভূমিকা পালন করছে।

এ ব্যাপারে শার্শার সহকারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল জানান, শার্শা উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো। নির্বাচন নিয়ে আমার কাছে কেউ কোন অভিযোগ করেনি।

মোঃ জামাল হোসেন/এমআরএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।