চাঁপাইনবাবগঞ্জে ব্যালট বাক্স ছিনতাই, দুই কেন্দ্রের ভোট স্থগিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৫:৫২ পিএম, ৩০ ডিসেম্বর ২০১৮

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। ব্যালট বাক্স ছিনতাইয়ের অভিযোগে এ দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়।

এ আসনের বিএনপি প্রার্থী শাহজাহান মিঞার অভিযোগের প্রেক্ষিতে দুটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয় বলে জানান রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক।

পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, একটি কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিল। পরে এ বিষয়ে অভিযোগ দেয়া হলে ভোট স্থগিত করা হয়।

শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের চরজগন্নাথপুর উচ্চ বিদ্যালয় ও চরহাসানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিরপেক্ষ ভোট হচ্ছে না এমন অভিযোগ করেন বিএনপি প্রার্থী শাহজাহান মিঞা। পরে ওই দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম বলেন, চরজগন্নাথপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছিল। পরে পুলিশ ওই ব্যালট বাক্স উদ্ধার করে। এ সময় চারজনকে আটক করা হয় ।

মোহা. আব্দুল্লাহ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।