৯ হাজার ইয়াবা ফেলে পালাল দুই চোরাকারবারি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ৩১ ডিসেম্বর ২০১৮

বেনাপোলের অগ্রভুলট সীমান্তে বিজিবির ধাওয়ায় ৯ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ফেলে পালিয়ে গেছে দুই চোরাকারবারি। সোমবার দুপুরে সীমান্তের পাঁচভুলট গ্রামে এ ঘটনা ঘটেছে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অগ্রভূলাট বিজিবির একটি টহল দল সোমবার দুপুর ২টার দিকে সীমান্তের পাঁচভুলট গ্রামের উজ্জলের বাড়ির পাশে দুই চোরাকারবারিকে দাঁড়াতে বললে তারা দৌড় দেয়। এ সময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। বিজিবি টহল দলের ধাওয়ায় চোরাকারবারিরা একটি পলিথিন ফেলে পালিয়ে যায়। পরে পলিথিনের মধ্য থেকে ৯ হাজার ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা করা হবে। পরবর্তীতে মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হবে।

জামাল হোসেন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।