পুটখালী সীমান্তে মিলল ৫৯৪ বোতল ফেনসিডিল

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ০৩ জানুয়ারি ২০১৯

যশোরের বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ৫০০ ও কামারবাড়ি মোড় থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবির সদস্যরা।

বিজিবি জানায়, বৃহস্পতিবার সকালে চোরাচালানিরা ভারত থেকে ফেনসিডিলের একটি চালান নিয়ে সীমান্তের ইছামতি নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করছে- এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি ক্যাম্পের সদস্যরা অভিযান চালায়।

এ সময় সীমান্তের ইছামতি নদীর পাড় থেকে ৫০০ বোতল এবং কামারবাড়ির মোড় থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা পালিয়ে যায়।

২১-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার বলেন, উদ্ধারকৃত ফেনসিডিল ব্যাটালিয়ন সদরে দফতরে জমা করা হয়েছে। এসব মাদক পরবর্তীতে ধ্বংস করা হবে।

জামাল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।