মোটরসাইকেলের সিট কভারে মিলল ফেনসিডিল
সিট কভার ও তেলের ট্যাংকির মধ্যে নিয়ে অভিনব কায়দায় ৫৫ বোতল ফেনসিডিল পাচারের সময় একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। শুক্রবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তের মহিষাডাঙ্গা গ্রাম থেকে ফেনসিডিলগুলো উদ্ধার করা হয়।
খুলনা-২১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবির একটি টহলদল মহিষাডাঙ্গা গ্রামের আজিজুলের বাড়িতে অভিযান চালালে একটি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে মোটরসাইকেলের সিট কভারের নিচে ও তেলের ট্যাংকির মধ্যে অভিনব কায়দায় রাখা ৫৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জামাল হোসেন/আরএআর/এমকেএইচ