কারখানায় বনবিড়ালের থাবায় দুই শ্রমিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১১:২৯ এএম, ১৪ জানুয়ারি ২০১৯

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় একটি ইলেকট্রনিক কারখানায় বনবিড়ালের থাবায় দুই শ্রমিক আহত হয়েছেন। বনবিড়ালটিকে ওই কারখানার শ্রমিকরা আটক করতে গেলে দুই শ্রমিক আহত হন বলে স্থানীয়রা জানায়।

কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, রোববার বিকেলে সিনাবহ এলাকায় একটি ইলেকট্রনিক অ্যান্ড অটোমোবাইল কারখানায় হঠাৎ বনবিড়ালটি ঢুকে পড়লে আতঙ্কের সৃষ্টি হয়। পরে কারখানার শ্রমিকরা এটিকে আটকের চেষ্টা করলে বনবিড়ালের থাবায় আহত হন দুই শ্রমিক। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পরে কারখানার শ্রমিকরা বনবিড়ালটিকে আটক করে কালিয়াকৈর চন্দ্রা ফরেস্ট কর্মকর্তাদের খবর দিলে তারা এসে সেটি নিয়ে যায়। বনবিভাগের কর্মকর্তারা বনবিড়ালটিকে রোববার রাতে গভীর জঙ্গলে অবমুক্ত করে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।