বিয়ে থেকে ফেরার পথে একই পরিবারের তিনজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ২০ জানুয়ারি ২০১৯

নাটোরের বাগাতিপাড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজশাহীর আড়ানী গ্রামের আব্দুল খালেক (৪৫) তার স্ত্রী সোনিয়া বেগম (৩০) ও ছেলে তাসিফ আহমেদ (১০)।

বাগাতিপাড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত কুমার জানান, রাজশাহীর আড়ানী থেকে স্ত্রী-সন্তান নিয়ে আব্দুল খালেক নাটোরের বাগাতিপাড়ার জামনগর গ্রামে এক আত্মীয়ের বিয়েতে এসেছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল যোগে আড়ানীতে নিজ বাড়িতে ফেরার পথে তারা বাগাতিপাড়ার বাঁশবাড়িয়া গ্রামে বিপরীতমুখী বালুবোঝায় একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে সড়কের উপর ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়রা ট্রাকটি আটক করলেও ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ তিনটি উদ্ধার করে এবং ট্রাকটি জব্দ করে।

রেজাউল করিম রেজা/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।