পাবনায় অনিবাবু হত্যা মামলা পুনরায় তদন্তের দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:৪৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯

পাবনায় জেএসসি পরীক্ষার্থী অনিবাবু হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) স্থানান্তর করে পুনরায় তদন্তের দাবি জানিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা। শনিবার দুপুরে সদর উপজেলার দুবলিয়া বাজারে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। এ সময় তারা পাবনা-সুজানগর মহাসড়ক অবরোধ করে। মানববন্ধনে অনিবাবুর স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ও এ মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিলনের বিরুদ্ধে দায়িত্বহীনতার অভিযোগ তোলেন।

তারা বলেন, পুলিশ যেভাবে চার্জশিট দিয়েছে তাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত হবে অনির পরিবার। পুলিশ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শুধু ১৪ বছর বয়সী জয়কে আসামি দেখিয়ে চার্জশিট দিয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জয়ের পরিবারের বড় সদস্যরাও কোনোভাবে জড়িত। কিন্তু পুলিশ এ ব্যাপারে খোঁজ নেয়নি।

মানববন্ধনে বক্তব্য দেন দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, রইচ খান, সিদ্দিক খান, মোস্তফা কামাল, লোকমান খান, মানিক খাঁন, জয় মাহমুদ জিয়া, রাশেদ খান, রেন্টু ভক্ত, অনিবাবুর চাচা, বারেক প্রাং, ভাই অভি, সহপাঠী সিয়াম, বাবা রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, নিখোঁজের চারদিন পর ৩০ ডিসেম্বর ২০১৮ পাবনার দুবলিয়া গ্রামের একটি হলুদ ক্ষেতে মাটি চাপা দেয়া অবস্থায় অনিবাবুর মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত অনিবাবু (১৪) দুবলিয়া গ্রামের ব্যবসায়ী রবিউল প্রামাণিকের ছেলে ও দুবলিয়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

একে জামান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।