৫ বছরেই বিদায় নিতে হলো শিশু তাফান্নুমকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:২১ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯
প্রতীকী ছবি

গাজীপুরে পাঁচ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে সিটি কর্পোরেশনের শরীফপুর এলাকায় একটি নির্জন স্থানে ঝোঁপের মধ্য থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই শিশুর নাম তাফান্নুম তাহি। সে ওই এলাকার বাসিন্দা হুমায়ূন কবীরের মেয়ে এবং স্থানীয় একটি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানার এসআই কবির উদ্দিন জানান, শিশুটি সকাল ১১টার পর থেকে নিখোঁজ ছিল। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেলে স্থানীয়রা ওই শিশুটির লাশ বাড়ি থেকে দুই শত গজ দূরে একটি নির্জন স্থানে ঝোঁপের মধ্যে পড়ে থাকতে দেখে। বিকেল পৌনে ৫টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, শিশুটির মাথায় শক্ত কিছুর আঘাতে জখমের চিহ্ন রয়েছে। তার মাথার মগজ বের হয়ে গেছে। শিশুটিকে ধর্ষণের পর হত্যা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর হত্যার প্রকৃত কারণ জানা যাবে।

আমিনুল ইসলাম/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।