স্ত্রীর করা মামলায় পুলিশ কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড
মাদারীপুরে স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় পুলিশের এক কর্মকর্তাকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার দুপুরে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক মোহাম্মদ হোসেন এ রায় দেন।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি সূত্রাপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহিদুর রহমান সুমন মাদারীপুর শহরে বাড়ি তৈরির জন্য স্ত্রী শিখা আক্তারকে বাবার কাছ থেকে পাঁচ লাখ টাকা যৌতুক এনে দিতে বলেন। এর আগে বিয়ের সময় আট লাখ টাকার স্বর্ণালঙ্কারসহ শিখা আক্তারকে তার বাবা সুমনের সঙ্গে বিয়ে দেন। সুমনের দাবি করা যৌতুকের টাকা দিতে অস্বীকৃতি জানালে শিখাকে মারধর করে বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সুমনের পরিবার। পরে শিখা আক্তার বাদী হয়ে মাহিদুর রহমান সুমনসহ পাঁচজনকে আসামি করে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।
মামলার আইনজীবী অ্যাডভোকেট বাবুল আখতার বলেন, দীর্ঘদিন ধরে মামলাটি বিচারাধীন থাকায় সোমবার বিজ্ঞ আদালত আসামি এসআই মাহিদুর রহমান সুমনকে চার বছরের কারাদণ্ডসহ চার হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের কারাদণ্ড দিয়েছেন।
আরএআর/এমকেএইচ