নতুন কারাগারে স্থানান্তর করা হলো মাদারীপুরের বন্দীদের
মাদারীপুরের ৫২৯ জন বন্দীকে পুরনো জেলা কারাগার থেকে নতুন কারাগারে স্থানান্তর করা হয়েছে।
শুক্রবার সকালে শহরের পুলিশ লাইনস সংলগ্ন ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ১১০ বন্দীর ধারণক্ষমতা সম্পন্ন পুরনো কারাগার থেকে তাদের মাদারীপুরের ছয়না গ্রামে নতুন জেলা কারাগারে স্থানান্তর করা হয়। নতুন কারাগারের ধারণক্ষমতা ৩৫০ জন।
জেল সুপার শহিদুল ইসলাম জানান, মাদারীপুর গণপূর্ত প্রকৌশল অধিদফতরের অধীনে ৩২ কোটি টাকা ব্যয়ে নতুন এই কারাগারটি নির্মাণ করা হয়েছে।
একে এম নাসিরুল হক/এফএ/এমএস