এই সংসদ গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রার অনন্য মাইলফলক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ০১ ফেব্রুয়ারি ২০১৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, একাদশ জাতীয় সংসদ বাংলাদেশের গণতন্ত্রের অব্যাহত অগ্রযাত্রার অনন্য মাইলফলক। জনগণ যে আস্থা ও ভালোবাসায় আমাদের ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠিয়েছে, আমরা আমাদের দায়িত্ব সুচারুভাবে পালন করে জনগণের সেই আস্থা রাখব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা দেশকে অবশ্যই সেই কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাব।

শুক্রবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচর পৌর অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জাতীয় সংসদের চিপ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আতিউর রহমান আতিক, বাবু পঞ্চানন বিশ্বাস, ইকবালুর রহিম, মাহাবুর আরা গিনি, শামসুল হক চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মাদারীপুরের জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার উত্তম কুমার পাঠক প্রমুখ।

এ কে এম নাসিরুল হক/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।