পরীক্ষা শেষ করেই সড়ক অবরোধ
মাদারীপুরের কালকিনিতে ২০১৮ সালের প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় উপজেলার খাসেরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পরীক্ষা শেষ করেই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে পরীক্ষার্থীরা। পরে জেলা প্রশাসকের আশ্বাসে সড়কে অবরোধ প্রত্যাহার করে তারা।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় ওই পরীক্ষা কেন্দ্রে মোট ৬০৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে বেশ কয়েকজনকে ২০১৮ সালের পুরনো প্রশ্নপত্র ও নৈর্ব্যক্তিক প্রশ্ন দেয়া হয়। পরীক্ষা চলাকালীন সময়ে এই সমস্যার প্রতিবাদ করলেও পরীক্ষা কেন্দ্র থেকে কোনো প্রকার সমাধান করা হয়নি।
এ ঘটনায় পরীক্ষা শেষে শিক্ষার্থীরা এক হয়ে কালকিনি-খাসেরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। প্রায় দুই ঘণ্টা পর জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলামের আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে শিক্ষার্থীরা।
এ কে এম নাসিরুল হক/আরএআর/জেআইএম