তারাই প্রার্থী তারাই ভোটার তারাই সব

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০১:২০ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০১৯

রাজবাড়ীতে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

বুধবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। শেষ হয় দুপুর ১টায়। তবে যে সকল কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে ওইসব কেন্দ্রে দুপুর ১টার পর ভোট গ্রহণ শুরু হবে।

শিশুদের মধ্য থেকে নেতৃত্বের বিকাশ, গণতান্ত্রিক মূল্যবোধ, ঝরে পড়া রোধ ও শিক্ষা সহায়ক কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করার পদক্ষেপ হিসেবে সারা দেশের মতো রাজবাড়ী জেলার ৫টি উপজেলার ৪৮২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা ৭টি পদে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছে।

নির্বাচন কমিশনের পোলিং ও প্রিসাইডিং অফিসার এবং নিরাপত্তা কর্মী হিসেবেও দায়িত্ব পালন করছে শিক্ষার্থীরাই।

RAJBARI

এদিন সকালে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিন ঘুরে দেখা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে ক্ষুদে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা বিদ্যালয় আঙিনায় হাতে লেখা পোস্টার সাঁটিয়েছে এবং প্রার্থীরা সহপাঠীদের কাছে ভোট প্রার্থনা করছে।

নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে শিক্ষার্থীদের মধ্য থেকে আনসার ও পুলিশ নিয়োগ করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনার, প্রিসাইডিং ও পোলিং অফিসারের দায়িত্ব শিক্ষার্থীরাই পালন করছে।

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি জানান, শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এক যোগে জেলার ৪৮২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এ নির্বাচনে ভোট প্রদান করে। তবে কিছু কিছু কেন্দ্রে এসএসসি পরীক্ষা থাকায় সেগুলোতে দুপুর ১টা থেকে শুরু হবে।

রুবেলুর রহমান/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।