দিনাজপুরে ২০৫ কেজি গাঁজাসহ ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশিত: ১০:১৭ এএম, ২৭ আগস্ট ২০১৫

দিনাজপুর কোতয়ালী পুলিশ ২০৫ কেজি গাঁজাসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪৩)। তিনি কাহারোল উপজেলার গড়নরপুর গ্রামের মমির উদ্দীনের ছেলে।

২৭ আগস্ট বৃহস্পতিবার ভোর ৪টার সময় সদর উপজেলার খোসালপুর পশ্চিম পাড়া থেকে এ গাঁজা আটক করা হয়।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আবুল হাসানাত খান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খোসালপুর পশ্চিম পাড়ার জনৈক আবুল হোসেনের ইউক্লিপ্টার্স বাগানে খড়ের গাঁদার ভেতর থেকে আটটি বস্তায় ২০৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দিনাজপুর কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম খালেকুজ্জামান মাদকসহ এক ব্যক্তিকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করে জানান,আটককৃত গাঁজার মূল্য আনুমানিক ৩৬ লাখ টাকা।

এমদাদুল হক মিলন/এমজেড/এমআরআই


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।