ভোটে বিএনপি-জামায়াত ভেসে গেছে : পরিকল্পনামন্ত্রী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৬ মার্চ ২০১৯

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগ দেশ স্বাধীন করেছে এবং দেশের উন্নয়ন আওয়ামী লীগই করেছে এবং করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, উন্নয়নের কারণে বাংলাদেশ আজ বিশ্বে রোল মডেল।

তিনি বলেন, দেশের উন্নয়ন না করায় বিএনপি-জামায়াত ভেসে গেছে। এজন্যই ভেসে গেছে, কারণ তারা দেশের উপকার করেনি, উন্নয়ন করেনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াতকে প্রত্যাখ্যান করেছে দেশের মানুষ। কারণ বিএনপি-জামায়াত ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় না। তাই জাতীয় নির্বাচনের ভোটে বিএনপি-জামায়াত ভেসে গেছে। দেশের জন্য আওয়ামী লীগ সরকার বার বার দরকার। কারণ আওয়ামী লীগই দেশের উন্নয়ন করে। দেশকে এগিয়ে নিয়ে যায়।

শনিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের হাজী রঙ্গুর আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাজী রঙ্গুম আলী আটপাড়া টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শরীফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।

মোসাইদ রাহাত/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।