শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আমার নেশা : মির্জা আজম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:২৬ পিএম, ৩১ মার্চ ২০১৯

সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ২৩ বছর আগে কলেজ করেছিলাম একটি স্বপ্ন নিয়ে। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে সেই স্বপ্ন আজ পরিপূর্ণ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয়।

তিনি বলেন, ৫০০ একর জায়গার অনুমোদন পাওয়া গেছে। আগামী ৫ বছরের মধ্যে এটি একটি আধুনিক বিশ্ববিদ্যালয় হিসেবে পরিপূর্ণতা লাভ করবে।

রোববার দুপুরে জামালপুর শহরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরু উপলক্ষে এক বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা আমার নেশা। আমার বাবা একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। তারও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা একটি নেশা ছিল। আমার বাবার নেশাই আমাকে পেয়ে বসেছে। আমি আমার এলাকায় ৬০টির বেশি স্কুল, কলেজ ও মাদরাসা প্রতিষ্ঠা করেছি।

Jamalpur

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো. আবুল হোসেন, রেজিস্ট্রার খন্দকার হামিদুর রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মো. আব্দুর রেজ্জাক।

উপাচার্য বলেন, বিজ্ঞান, প্রকৌশল, ব্যবসা শিক্ষা ও সামাজিক বিজ্ঞান অনুষদের চারটি বিষয়ে মোট ১৩৩ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হলো বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের। ভবিষ্যতে পূর্ণাঙ্গ ক্যাম্পাসে সকল আধুনিক ও ডিজিটাল সুযোগ সুবিধা থাকবে এখানে। নয়টি ফ্যাকাল্টিতে ৪৫টি বিভাগ চালু করা হবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহমুদুর রহমান ও ড. মাহবুবুর রহমান।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।