ইউপি নির্বাচন : চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল


প্রকাশিত: ১০:৪৮ এএম, ৩১ আগস্ট ২০১৫

ঝালকাঠির রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের শূণ্য পদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগ মনোনিত ৮ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মনোনয়পত্র জমা দেয়ার শেষে দিন সোমবার নির্ধারিত সময়ের মধ্যে রিটার্নিং অফিসারের কাছে প্রার্থীরা মনোনয়পত্র দাখিল করেছেন।

এরা হলেন, উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম খলিফা, যুগ্ম-সাধারণ সম্পাদক মজিবর রহমান মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জুলফিক্কার আলী ও আ.লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম দুলাল, বিআরডিবির চেয়ারম্যান মো. আবুল হাসনাত আব্দুল্লাহ সুমন, সমাজসেবক ঠিকাদার মো. আনোয়ার হোসেন মৃধা মজিবর, আ.লীগ নেতা মো. তাজুল ইসলাম কাজল শরীফ, ও মাসুদ করিম খান মিঠু।

উপজেলা নির্বাচন অফিসার মো. আইয়ুব আলী হাওলাদার বিষয়টি নিশ্চত করে জানান, ১ সেপ্টেম্বর মনোনয়ন পত্র বাছাই, ৬ সেপ্টেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ২১ সেপ্টেম্বর সদর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

গত ৩০ জুলাই রাতে অসুস্থ হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও রাজাপুর উপজলো বিএনপির সভাপতি আব্দুল ওয়াহেদ মৃধা মৃত্যুবরণ করায় এ পদটি শূণ্য ঘোষণা করা হয়।

এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।