আটকের পর কাঁদলেন ঠিকাদার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৯:৪৭ পিএম, ০৬ এপ্রিল ২০১৯

 

শরীয়তপুরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। শনিবার দুপুরে শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের তুলাসার গ্রামের পনির সিকদারের ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়।

আটক দুইজন হলেন, শরীয়তপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের স্বর্ণঘোষ গ্রামের হাশেম শেখের ছেলে ফরিদ শেখ (৩৮) ও সদর উপজেলার ডোমসার ইউনিয়নের সুজনদোয়াল গ্রামের সোবাহান খানের ছেলে লিয়াকত খান (৩৯)।

ফরিদ শেখ শরীয়তপুরের বড়মাপের একজন ঠিকাদার। ঠিকাদারির পাশাপাশি তিনি ইয়াবা ব্যবসা করে আসছেন। আটকের পর থানায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তুলাসার গ্রামের পনির সিকদারের বাড়িতে অভিযান চালায় ডিবি পুলিশের একটি দল। তখন ২৪ পিছ ইয়াবাসহ ফরিদ ও লিয়াকতকে আটক করা হয়। আর বেশ কিছু ইয়াবা পানিতে ফেলে নষ্ট করে ওরা।

এ ব্যাপারে আটকদের বিরুদ্ধে মাদক মামলার প্রস্তুতি চলছে। মামলার পর আগামীকাল রোববার জেল হাজতে পাঠানো হবে তাদের।

ছগির হোসেন/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।