বিকেলে পাবনায় ৬ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:০৪ এএম, ০৯ এপ্রিল ২০১৯

পাবনায় ১৫ জেলার ৬ শতাধিক চরমপন্থীর আত্মসমর্পণ আজ। আত্মসমর্পণের মধ্য দিয়ে তারা স্বাভাবিক জীবনে ফিরতে যাচ্ছেন। পাবনা জেলা পুলিশের পক্ষ থেকে আত্মসমর্পণ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় পাবনা শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে এ আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

যারা আত্মসমর্পণ করবেন তাদেরকে যোগ্যতা অনুযায়ী পর্যায়ক্রমে পুনর্বাসনের পরিকল্পনা রয়েছে সরকারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু এ তথ্য জানিয়েছেন।

অনুষ্ঠানে যেসব জেলা থেকে চরমপন্থীরা আত্মসমর্পণ করবেন সেই জেলাগুলো হচ্ছে পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, রাজশাহী, খুলনা, নড়াইল, যশোর, সাতক্ষীরা ও জয়পুরহাট। প্রাথমিক পর্যায়ে এসব জেলা থেকে প্রায় সাড়ে ৬শ’ চরমপন্থী আত্মসমর্পণ করার তালিকা করা হয়। তবে এই সংখ্যা আরও বাড়ছে বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে।

আত্মসমর্পণকারীদের মধ্যে পূর্ববাংলার সর্বহারা, পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি (লাল পতাকা), নিউ পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির সদস্য রয়েছেন। এদের অনেকের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, বিস্ফোরক ও অস্ত্র মামলা রয়েছে বলে জানা গেছে।

প্রসঙ্গত, তিন দশক আগে পাবনাসহ উত্তর-দক্ষিণ-পশ্চিমাঞ্চলে চরমপন্থীদের চরম দৌরাত্ম্য দেখা দেয়। ২০ বছর আগে ১৯৯৯ সালে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ৪ শতাধিক চরমপন্থী নেতাকর্মী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের উদ্যোগে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। ১৯৯৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত এই অঞ্চলে চরমপন্থীদের হাতে ২৮৭ জন মানুষ খুন হয়েছেন।

একে জামান/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।