বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৪ জেলে নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০৯:৩৪ এএম, ১১ এপ্রিল ২০১৯
ফাইল ছবি

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। বুধবার (১০ এপ্রিল) দুপুরে উত্তাল ঢেউয়ের তোড়ে পাঁচটি মাছ ধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ১৪ জেলে নিখোঁজ রয়েছেন বলে ট্রলার মালিকদের দাবি।

ডুবে যাওয়া ট্রলারের মালিকরা হলেন- শাহপরীর দ্বীপের মো. জুবাইর, মো. আব্দুল্লাহ, বদিউল আলম, কবির ও জহির আহমদ।

তারা জানান, তাদের পাঁচটি ট্রলারের ৩২ জন মাঝি-মাল্লার মধ্যে বুধবার সন্ধ্যা পর্যন্ত ১৮ জেলে সাঁতরে কূলে ফিরতে পারলেও, এখনও ১৪ জেলে নিখোঁজ রয়েছেন।

সূত্র জানায়, টেকনাফের শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনের একাধিক ট্রলার সাগরে মাছ ধরতে যায়। দুপুরে হঠাৎ বৈরী আবহাওয়ায় বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে কূলে ফিরে আসার পথে পাঁচটি ট্রলার সাগরে ডুবে যায়।

ট্রলার মালিক মো. জুবাইর জানান, মঙ্গলবার ও বুধবার ভোরে আমার একটি ট্রলারসহ বেশ কয়েকটি ট্রলার নিয়ে সাগরে মাছ ধরতে যায়। বুধবার দুপুরে হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার ট্রলারসহ আরও চারটি ট্রলার ডুবে যায়। আমরা এখন ট্রলারের চেয়ে মাঝি-মাল্লাদের উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করছি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মন্ডল বলেন, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশনা দেয়া হয়েছে।

সায়ীদ আলমগীর/এমএসএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।