চিকিৎসকের অবহেলায় সাংবাদিকের মৃত্যু, সহকারী পরিচালককে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০৯:২১ পিএম, ১৪ এপ্রিল ২০১৯

চিকিৎসকদের অবহেলায় এনটিভির স্টাফ করেসপনডেন্ট ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি শফিক জামানের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে জামালপুর হাসপাতালের সহকারী পরিচালক সিরাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

রোববার সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এ নির্দেশ দেন।

সাংবাদিকের মৃত্যু ঘটনা তদন্তকালীন জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক সিরাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে সিভিল সার্জন ডা. গৌতম রায়কে দায়িত্ব দেয়া হয়েছে।

স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক ডা. মো. আবুল কাসেমকে প্রধান করে চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ২১ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

Jamalpur-Hospital-pic-1

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক শফিক জামানের চিকিৎসায় সুস্পষ্টভাবে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও জামালপুর জেলারেল হাসাপাতালের সকল অব্যবস্থাপনার বিষয়েও তদন্ত প্রতিবেদন দেয়ার নির্দেশ দেয়া হয়।

মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন ডা. গৌতম রায়সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও জামালপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।