ঘূর্ণিঝড় ফণী : সুনামগঞ্জ জেলা প্রশাসনের জরুরি বার্তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০২:০৭ পিএম, ০২ মে ২০১৯

সুনামগঞ্জে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে অতিরিক্ত বৃষ্টিপাতে বোরো ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আগে কৃষকদের ধান ঘরে তোলার নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন।

বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ডিসি অফিস সুনামগঞ্জ পেজ থেকে এ উপলক্ষে এক জরুরি বার্তা প্রদান করা হয়।

জরুরি বার্তায় বলা হয়, এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সম্প্রতি সুনামগঞ্জ জেলায় বৃষ্টিপাত ও মেঘালয়ের চেরাপুঞ্জিতে অতিবৃষ্টির ফলে পাহাড় থেকে নেমে আসা পানির প্রভাবে জেলার নদ-নদী ও হাওরসহ নিম্নাঞ্চলের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে ও বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নিম্নচাপের ফলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আশংকা রয়েছে। এমতাবস্থায় সকল কৃষক ভাইদের জরুরি ভিত্তিতে তাদের জমিতে থাকা পাকা ধান কাটার অনুরোধ করা যাচ্ছে।

এ ব্যাপারে জেলা প্রশাসক (দায়িত্বরত) মো. সফিউল আলম বলেন, ঘূর্ণিঝড় ফণীর কারণে সিলেট তথা সুনামগঞ্জ জেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে বলে আমরা কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছি।

উল্লেখ্য, ২০১৭ সালে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সকল বাঁধ ভেঙে বোরো ফসল তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হন সুনামগঞ্জের হাজারো কৃষক।

মোসাইদ রাহাত/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।