১২০ অসহায় পরিবার থাকার ঘর পেল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ০৬ মে ২০১৯

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বেরাচাক্কি গ্রামে ১২০ অসহায় পরিবারকে জমিসহ ঘর প্রদান করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় সরকারি জমিতে ওই ঘর নির্মাণ করা হয়। সোমবার অসহায় মানুষের হাতে ঘরের চাবি ও জমির কাগজ তুলে দেন জেলা প্রশাসক কাজী আবু তাহের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ।

ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদীর দুর্গম চর এলাকা চরসেনসাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বেরাচাক্কি গ্রামে সাড়ে পাঁচ একর সরকারি জমির উপর আশ্রায়ন প্রকল্প নির্মাণ করে সেনাবাহিনী। ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তাবনা অনুযায়ী ১২০টি বসত ঘর নির্মাণ করা হয়।

নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত, স্বামী-সন্তান পরিত্যক্ত ও অসহায় গৃহহীন দরিদ্র পরিবারদের এ ঘর দেয়া হয়। প্রত্যেককে সাড়ে চার শতাংশ জমি, একটি বসত ঘর, একটি টয়লেট ও রান্না ঘর নির্মাণ করে দেয়া হয়েছে।

সোমবার দুপুরে অসহায় পরিবারগুলোর মধ্যে ঘরের চাবি বিতরণ করেন জেলা প্রশাসক কাজী আবু তাহের। এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহম্মেদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কায়ুম পাইক, সখিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক, চরসেনসাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতু মিয়া ব্যাপারী প্রমুখ।

বেরাচাক্কি গ্রামের সৈয়দ বাবুর্চি বলেন,পদ্মার ভাঙনে সব হারিয়ে নিঃস্ব হয়েছি। কোথায়ও আশ্রয় পাচ্ছিলাম না। এখন আশ্রয়ন প্রকল্পের জমি ও ঘর পেলাম। বাকি জীবন এ ঘরে কাটাতে পারবো।

কুনসুমা বেগমের স্বামী মারা গেছেন পাঁচ বছর। সন্তানরাও ভরণপোষন দেন না। অসহায় কুনসুমা অন্যের বাড়িতে ঘুরে জীবন কাটাচ্ছিলেন। কুনসুমা জমিসহ ঘর পেয়ে আবেগআপ্লুত হয়ে পরেন। তিনি বলেন, এ জীবনে আর নিজের একটি ঘর হবে তা ভাবতে পারিনি। সরকার আমাকে ঘরের ব্যবস্থা করে দিয়েছে। এখন হাঁস-মুরগি পালন করে নিজের খাওয়ার ও চিকিৎসার খরচ জোগাড় করতে পারুম।

জেলা প্রশাসক কাজী আবু তাহের বলেন, প্রধানমন্ত্রীর নিদের্শে আমরা বিভিন্ন গ্রামে অসহায় গৃহহীন মানুষের তালিকা প্রস্তত করছি। তাদের আশ্রয়ন প্রকল্পের আওতায় ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। মাথা গোজার ঠাঁই পেয়ে গৃহহীন এ মানুষগুলো খুশি হয়েছেন।

মো. ছগির হোসেন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।