নাটোরে কৃষি জমিতে পুকুর খনন বন্ধের নির্দেশ হাইকোর্টের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৪:৩০ এএম, ১৩ মে ২০১৯

অবশেষে নাটোর জেলার ৫টি উপজেলার অভ্যন্তরে কৃষি জমিতে অবৈধ পুকুর খনন তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার এ সংক্রান্ত একটি রিটের শুনানি শেষে আদালত এই নির্দেশ দেন।

জানা গেছে নাটোরের সর্বত্র কৃষি জমিতে চলছে পুকুর খননের মহোৎসব। মাটি ও ভাটার ব্যবসায়ীদের খপ্পরে পড়ে কৃষকরা পুকুর খনন করে মাছ চাষ করেছেন।

এ বিষয়ে ঢাকার ‘ল’ইয়ারস সোসাইটি ফর ল’ নামে একটি মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের পক্ষে মহাসচিব অ্যাড. মেজবাহুল ইসলাম আতিক সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে একটি রিট পিটিশন দায়ের করেন (রিট পিটিশন নং ৫৩২৭/২০১৯)।

রোববার (১২ মে) ওই রিটের শুনানি শেষে নাটোর সদর, নলডাংগা, সিংড়া, বাগাতিপাড়া, গুরুদাসপুর এই পাঁচটি উপজেলায় কৃষি জমিতে অবৈধ পুকুর খনন বন্ধে তদারকি এবং তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দেন।

আদালতে রিট শুনানিতে সহযোগিতা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জালাল উদ্দিন উজ্জল। রিটে ভূমি মন্ত্রণালয়ের সচিব, নাটোরের জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপার, সংশ্লিষ্ট ৫ উপজেলার ইউএনও, এসি ল্যান্ড এবং ৫ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিবাদী করা হয়েছে।

রেজাউল করিম রেজা/এমএমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।