ঝিনাইদহে ঝুটের কারখানায় আগুন
ঝিনাইদহ বিসিক শিল্পনগরীতে ঝুট ও তুলার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৮টার দিকে শিল্পনগরীর জিনিং ঝুট মিলে ওই আগুন লাগে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।
আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন কারখানা মালিকের ছেলে ইমরোজ হোসেন। কারখানাটিতে ঝুট থেকে তুলা তৈরি করা হতো। আগুনে ভস্মীভূত হয়ে গেছে কারখানাটি।

প্রত্যক্ষদর্শী বিসিকের কারখানা শ্রমিক মমতাজ খাতুন জানান, রাত ৮টার দিকে চিৎকার শুনে বাইরে এসে দেখতে পান পুরো কারখানা জ্বলছে। আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানিয়েছেন ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার আব্দুর রউফ।
আব্দুল্লাহ আল মাসুদ/এফএ/জেআইএম