দুটি বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ২৭ মে ২০১৯

গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তলসহ যুবলীগ নেতা রাশেদুজ্জামান মন্ডল ওরফে জুয়েল মন্ডলকে গ্রেফতার করেছে র‌্যাব-১-এর সসদ্যরা।

সোমবার বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দুরা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জুয়েল গাছা থানা যুবলীগের সভাপতি প্রার্থী এবং চান্দুরা এলাকার মৃত আব্দুল হাই মন্ডলের ছেলে। তার বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাস ও চাঁদাবাজির নানা অভিযোগ রয়েছে।

র‌্যাব-১-এর কমান্ডার লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার বিকেলে জুয়েল মন্ডলের বাসায় অভিযান চালানো হয়। এ সময় তার ঘর থেকে ৫ রাউন্ড গুলিসহ দুইটি বিদেশি পিস্তল উদ্ধার হয়। পরে তাকে গ্রেফতার করা হয়। সন্ধ্যার পর তাকে গাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।