গাজীপুরের নতুন জেলা প্রশাসক তরিকুল ইসলাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৫:১০ পিএম, ১২ জুন ২০১৯

গাজীপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক এস এম তরিকুল ইসলাম।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপ-সচিব মুহম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে এস এম তরিকুল ইসলামকে (৬৮৭২) নিয়োগের আদেশ দেয়া হয়েছে।

অপরদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপ-সচিব মুহম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বদলিপূর্বক প্রেষণে গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরকে (৬৪০৭) পরিচালক হিসেবে বিসিএস প্রশাসন একাডেমিতে নিয়োগ দেয়া হয়েছে।

উল্লেখ্য, ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর ২০১৭ সালের ১৫ মে গাজীপুরের জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

মো. আমিনুল ইসলাম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।