কাশিমপুর কারাগারে বন্দী মিয়ানমার নাগরিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০১:২৪ পিএম, ১৫ জুন ২০১৯

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দী মিয়ানমারের এক নাগরিকের মৃত্যু হয়েছে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াসিন আরাফাত (২৭) মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার হাসুধারা এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে। তিনি লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য মালমায় ১০ বছরের সাজাপ্রাপ্ত ছিলেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বিষয়টি নিশ্চিত করে জানান, কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন ইয়াসিন। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানায় বিস্ফোরক দ্রব্য মালমায় ১০ বছরের সাজাপ্রাপ্ত হিসেবে ২০১৪ সাল থেকে ইয়াসিন এ কারাগারে বন্দী ছিলেন। তার কয়েদী নং ৬৩৩৫। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আমিনুল ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।